ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ২৭, ২০১৯
মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

ঢাকা: রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। রোববার (২৬ মে) রাতেই অজ্ঞাতদের আসামি করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী।

পল্টন থানার ডিউটি অফিসার টিএসআই মাইদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়েছে।

 

এর আগে রোববার (২৬ মে) দিনগত রাত ৯টায় রাজধানীর মালিবাগ মোড়ে সিএনজি পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ডিএমপির ট্রাফিক পূর্ব (সবুজবাগ) বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা খাতুন, রিকশাচালক লাল মিয়া আহত হন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।