ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাবতলী বাস টার্মিনালে নেই টিকিটপ্রত্যাশীদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ২৭, ২০১৯
গাবতলী বাস টার্মিনালে নেই টিকিটপ্রত্যাশীদের ভিড় টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় কম। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: কয়েকদিন বাদেই ঈদুল ফিতর। এ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরবে লক্ষাধিক মানুষ। এখন থেকেই তার প্রস্তুতি নিচ্ছেন অনেকে।

সোমবার (২৭ মে) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, এখনো ঘরমুখো মানুষের ঢল নামেনি। আগামী বৃহস্পতিবার (৩০ মে) থেকে গাবতলীতে যাত্রীদের ভিড় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী মো. রানা বরিশাল যাচ্ছেন। টিকিট কেটেছেন হানিফ এন্টারপ্রাইজ বাসের। তিনি বাংলানিউজকে বলেন, টার্মিনালে এসেই বাসের টিকিট পেয়েছি। কোনো বাড়তি ভাড়া দিতে হয়নি।  

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী আসমা আক্তার পরিবারের সঙ্গে ঈদ করতে যাবেন রংপুর। তিনি বাংলানিউজকে বলেন, আজকে এসে ৩১ মের টিকিট কেটেছি। সহজেই টিকিট পাওয়া গেছে, বাড়তি টাকা গুনতে হয়নি। আল্লাহর রহমতে ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারলেই হয়।

সেবা গ্রীন লাইনের কাউন্টার মাস্টার মো. সোহেল রানা বাংলানিউজকে বলেন, ৩০ তারিখ থেকে যাত্রীদের ভিড় বাড়বে। আমরা অগ্রিম টিকিট বিক্রি করা শুরু করেছি ২২ মে থেকে। প্রায় সব অগ্রিম টিকিট শেষ, অল্প কিছু বাকি আছে। এখন রানিং (প্রতিদিনের) টিকিট বিক্রি হচ্ছে। পাশাপাশি দুই-একটি অগ্রিম টিকিটও বিক্রি করছি।

গাবতলীতে ঘরমুখো যাত্রীদের ভিড় নেই।  ছবি: জিএম মুজিবুর

গাবতলী হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার জাকির মল্লিক বাংলানিউজকে বলেন, এবার যাত্রী অনেক কম। আজ সকাল ৯টায় ৪০ সিটের বাসে যাত্রী গেছে ৩০ জন। সকাল সাড়ে ৯টায় ৩০ সিটের বাসে যাত্রী ২৫ জন। এভাবে প্রতিটি ট্রিপেই সিট খালি যাচ্ছে।  

তিনি বলেন, যাত্রীরা এখন অনলাইনে খুব সহজেই যেকোনো জায়গার টিকিট কিনতে পারেন। আমরা অগ্রিম টিকিট দেওয়া শুরু করেছি ১৭ তারিখ থেকে। এখন রানিং (প্রতিদিনের) টিকিট বিক্রি করছি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এমএমআই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।