ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিতর্কিতদের বাদ চেয়ে ছাত্রলীগের পদবঞ্চিতদের ফের অবস্থান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, মে ২৭, ২০১৯
বিতর্কিতদের বাদ চেয়ে ছাত্রলীগের পদবঞ্চিতদের ফের অবস্থান ছাত্রলীগের পদবঞ্চিতদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিতদের বাদ না দেওয়ায় ফের অবস্থান কর্মসূচী পালন করছে ছাত্রলীগের পদবঞ্চিতরা। 

রোববার (২৬মে) দিবাগত রাত ১টার পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নেন।  

গত কমিটির কেন্দ্রীয় কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, চব্বিশ ঘণ্টার মধ্যে কমিটি থেকে বিতকির্তদের বাদ দেওয়ার ঘোষণা দেওয়া হলেও এখনো তারা বহাল আছেন।

উল্টো তাদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে সোমবার কর্মসূচী পালন করার জন্য রাতেই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমরা এর নিন্দা জানাই। এজন্য তৎক্ষণাৎ অবস্থান নিয়েছি। আমাদের উপর দু'দফা হামলা হয়েছে।  তার কোনো বিচার হয়নি।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এসকেবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।