ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুলিস্তানে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, মে ২৭, ২০১৯
গুলিস্তানে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক র‍্যাবের হাতে আটককৃত ছিনতাইকারী চক্র

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২৬ মে) রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০।

আটকরা হলেন- জহির হোসেন (২৬), মো. রাসেল (২৮), মো. মিজানুর রহমান মিজান (৩০), মানিক (২৩), ও আবুল কালাম (২৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল ৪টায় র‌্যাব-১০ এর অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ওই পাঁচ সদস্যকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু, ১টি চাপাতি, ৫টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, তারা (ছিনতাইকারা) দীর্ঘদিন ধরে বংশাল, সদরঘাট, গুলিস্থান ও আশপাশ এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে।  

তাদের বিরুদ্ধে গুলিস্তান থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এমএমআই/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।