ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ২০১৯’ উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, মে ২৭, ২০১৯
‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ২০১৯’ উদযাপন .

‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ২০১৯’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করেছে আন্তর্জাতিক লেখক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা পেন বাংলাদেশ। শনিবার (২৫ মে) ধানমন্ডির পেন বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন পেন বাংলাদেশের প্রেসিডেন্ট কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজী টিভির হেড অব নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা।

‘ওয়ার্ল্ড’ প্রেস ফ্রিডম ডে’ উপলক্ষে পেন ইন্টারন্যাশনালের বক্তব্য তুলে ধরেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন কবি শামীম রেজা, কথাশিল্পী হামীম কামরুল হক, কবি লাভলী বাশার, কবি ফারহানা রহমান, কবি অনিকেত শামীম, কবি ফেরদৌসী মাহমুদ, কবি মালেকা ফেরদৌস, কবি গৌরাঙ্গ মোহান্ত, কবি সাকিরা পারভীন, কবি শিহাব শাহরিয়ার, কবি সফেদ ফরাজী, কবি জাহিদ সোহাগ, কবি শরাফত হোসেন প্রমুখ।

 

পেন বাংলাদেশ আয়োজিত ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বক্তারা বলেন, 'সারা বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা আজ হুমকির সম্মুখীন। বর্তমান সময়ে সংবাদপত্রসহ অন্যান্য প্রচার মাধ্যমের স্বাধীনতা সংকুচিত করার অর্থই হলো সমূলে কুঠারাঘাত করা। সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতির প্রতিবাদে একমাত্র হাতিয়ার সংবাদপত্র। ' 

বক্তারা সভায় বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা এবং মৌলবাদের বিস্তার নিয়ে সংশয় প্রকাশ করে এর উত্তরণে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। সংবাদপত্র সমাজের আয়না। এই আয়নায় ধুলো জমলে সেই ধুলো পরিষ্কারের দায়িত্ব সংবাদপত্রের নিজের নয়। যারা আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখে তাদেরই কর্তব্য তাকে পরিষ্কার রাখা।  

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad