ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জে আম বাগান মনিটরিং টিম গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, মে ২৭, ২০১৯
শিবগঞ্জে আম বাগান মনিটরিং টিম গঠন

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে একটি আড়তে কেমিক্যাল দিয়ে আম পাকানোর চেষ্টার ঘটনায় আম বাগান মনিটরিং টিম গঠন করা হয়েছে।

রোববার (২৬ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আম বাগান মনিটরিং কমিটিতে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুলকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, আহ্বায়ক হলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র, সব ইউনিয়ন ও পৌরসভার ইউপি সদস্য (মেম্বার) ও পৌরসভার কাউন্সিলদের এ কমিটির সদস্য করা হয়েছে।



এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের মনোনীত আরও চারজন সদস্যকে নিজ নিজ এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম বাংলানিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশে পৌরসভা/ইউনিয়ন পর্যায়ে আম বাগান ও আমের আড়ৎসমূহ নিয়মিত মনিটরিং করার উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়। এ কমিটির কাজ হলো যেন কোনো অসৎ ব্যবসায়ী আমে ক্ষতিকর কোনো কেমিক্যাল দিতে না পারে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।