ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘সাম্প্রদায়িকতার ঘোর বিরোধী ছিলেন কবি নজরুল’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, মে ২৭, ২০১৯
‘সাম্প্রদায়িকতার ঘোর বিরোধী ছিলেন কবি নজরুল’  বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্প্রদায়িকতা ও মৌলবাদের ঘোর বিরোধী ছিলেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। 
 

তিনি বলেন, দ্রোহ ও ভালোবাসার কবি নজরুল কবিতার মাধ্যমে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন। আর তাই, নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নজরুল ‘বিদ্রোহী’ কবিতা লিখে ব্রিটিশ শাসনামলে জেল খেটেছেন, তবু মাথা নত করেননি।

রোববার (২৬ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর নজরুল অ্যাকাডেমি মাঠে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  

জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।  

স্মারক বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি, কথা সাহিত্যিক ও গবেষক মুহম্মদ নূরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির।

এদিকে, কবির ১২০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল স্মৃতিকেন্দ্র বিচুতিয়া বেপারি বাড়িতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে ময়মনসিংহ স্থানীয় সরকারের উপ-পরিচালক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের উপ-পরিচালক মো. রাশেদুল আনাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১৯ 
এমএএএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।