ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুর সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ২৬, ২০১৯
মেহেরপুর সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

মেহেরপুর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গাংনী থানা পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে সীমান্তবর্তী কাজীপুর গ্রামের খন্দকারপাড়া এলাকা থেকে একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার একটি বাঁশঝাড়ের নিচে পাটকাঠির গাদার ভেতর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

বিকেলে বিজিবির কাজীপুর বিওপি কমান্ডার ও কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৪৭ বিজিবির কাজীপুর বিওপি কমান্ডার হাবিল সানোয়ার হোসেন ও গাংনী থানার পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অজয় কুন্ডুর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান চালায়। এসময় ওই এলাকার বাঁশ বাগানের নিচে পাটকাঠির গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়।

এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ২৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।