ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাহুবলে গাড়িচালক হত্যার পরিকল্পনাকারী শামীম রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ২৬, ২০১৯
বাহুবলে গাড়িচালক হত্যার পরিকল্পনাকারী শামীম রিমান্ডে

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে গাড়িচালক মোশাররফ হোসেন হত্যার মূল পরিকল্পনাকারী শামীম ফকিরের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৬ মে) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান উদ্দিন প্রধান রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ পিবিআই’র পরিদর্শক মোহাম্মদ ফরিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে পলাতক আসামি সোহেলের সন্ধান এবং মামলার রহস্য উদঘাটনে আদালতে শামীম ফকিরের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এরপর বিচারক শামীমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার (২৬ মে) বিকেলে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে মো. শামীম ফকিরকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে বরিশালের উজিরপুর এলাকা থেকে সালাউদ্দিন মীর মিলনকেও আটক করে পিবিআই। পরদিন সালাউদ্দিন মীর মিলনে আদালতের ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।