bangla news

পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৬ ৪:৫৭:০৪ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

পটুয়াখালী: পটুয়াখালীতে লিটন খন্দকার (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল জজ (জেলা জজ) আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৬ মে) সকালে আদালতের বিজ্ঞ বিচারক মো. শহিদুল্লাহ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে র‌্যাব সদস্যরা বাউফল উপজেলার দক্ষিণ মাদবপুর গ্রামের সেলিম মৃধার নির্মাণাধীন টিনের ঘর থেকে ৪৮৩ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজাসহ লিটন খন্দকারকে আটক করে। এ ঘটনায় ওই দিন রাতেই তৎকালীন পটুয়াখালী ক্যাম্পের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে লিটনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম ওই বছরের ৩১ মার্চ লিটনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ আদালত বাদী ও তদন্ত কর্মকর্তাসহ নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে আরিফুল হক টিটো ও আসামি পক্ষে মো. জাহাঙ্গীর হোসেন মামলা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   মাদক পটুয়াখালী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-05-26 16:57:04