ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে খামারির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ২৬, ২০১৯
নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে খামারির মৃত্যু

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে মাছা উ মার্মা (৫২) নামে এক খামারির মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।


 
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার ভোরে তিনি খামারবাড়িতে কাজ করতে যাচ্ছিলেন। এসময় হেডম্যান পাড়ার পার্শ্ববর্তী বিলের কাছে একটি বন্যহাতি তাকে দেখে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
 
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
 
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।