ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভবন থেকে ফেলে দেওয়ায় নবজাতকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, মে ২৬, ২০১৯
ভবন থেকে ফেলে দেওয়ায় নবজাতকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ভবন থেকে এক নবজাতককে নিচে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মারা যায় সদ্যজাত শিশুটি। তবে শিশুর মাকে এখনো খুঁজে পায়নি পুলিশ।

শনিবার (২৫ মে) দুপুরে রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি বাড়ির পঞ্চম তলা থেকে বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চম তলার একটি বাসার বাথরুমের ভ্যান্টিলেটর দিয়ে শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়েছে।

এর পরপরই মাথা থেতলে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। জন্মের সঙ্গে সঙ্গেই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করেন প্রত্যক্ষদর্শীরা।

এরপর স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পুলিশ এসে শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে পাশের দুটি বাড়ি তল্লাশি করেও শিশুটির মাকে খুঁজে পায়নি পুলিশ।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ এখনো কাজ করছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ২৫, ২০১৯
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।