ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, মে ২৬, ২০১৯
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে ঘটনাস্থলেই দুজন এবং পরে অপরজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার খৈয়াছরা ইউনিয়নের তাকিয়া পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পূর্ব খৈয়াছড়া গ্রামের শফিউল আলমের ছেলে তারেক হোসেন (১৯) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. রিফাত (২০)।

 

নিহতরা পরস্পর বন্ধু ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার নাগাদ পৌর সদরের ইউটার্ন এলাকায় দুর্ঘটনার শিকার হয় তিনজন মোটরসাইকেল আরোহী। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন।  

আহত তারেক উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) দিনেশ দাশ তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতদের উদ্ধার করেছে।  

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।