ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদগাঁওয়ে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, মে ২৬, ২০১৯
ঈদগাঁওয়ে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ডুলাফকির মাজার গেট এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০জন।

শনিবার (২৫ মে) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাসের চালক মোহাম্মদ ইয়াকুব (২৭) কক্সবাজার কলাতলী উত্তর আদর্শ গ্রামের মোহাম্মদ ইউসুফ ড্রাইভারের ছেলে।

 

নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।  

আহতদের জেলা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাঁও ডুলাফকির মাজার সংলগ্ন ঝনঝনি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দু’জন মারা যান। আহত হন অন্তত ১০জন। তাদের বেশিরভাগই মাইক্রোবাসের যাত্রী।  

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আছাদুজ্জামান বাংলানিউজকে বলেন, নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এসবি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।