ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ভেজাল মুক্ত খাদ্যের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মে ২৫, ২০১৯
বরিশালে ভেজাল মুক্ত খাদ্যের দাবি বরিশালে ভেজাল মুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: ‘ভেজালমুক্ত খাবার চাই, সুস্থভাবে বাঁচতে চাই’ স্লোগানকে সামনে রেখে ভেজাল মুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

শনিবার (২৫ মে) সকাল ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এবং অলটারন্যাটিভ ইনিশিয়্যাটিভ ফর ডেভেলপমেন্টের (এইড) যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এইডের নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির প্রমুখ।

সমাবেশে বক্তারা খাদ্যে ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।