ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোর সদর হাসপাতালে ৪ সন্তান জন্ম দিলেন এক নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ২৫, ২০১৯
নাটোর সদর হাসপাতালে ৪ সন্তান জন্ম দিলেন এক নারী জন্ম নেয়া ৪ সন্তান। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। 

১১ বছর পর শনিবার (২৫ মে) দুপুর ১টা ৫৫ মিনিটে স্বাভাবিকভাবে একে একে জন্ম নেয় ৩ মেয়ে ও ১টি ছেলে।

সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের কৃষক মিলন হোসেন শুক্রবার (২৪ মে) রাতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাহিদাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান।

ওই হাসপাতালের আরএমও ডা. মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, ২টি শিশু সম্পূর্ণ সুস্থ আছে। তবে বাকি দু'টি শিশুর ওজন অত্যন্ত কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়-সন্তান না হওয়ায় দীর্ঘদিন মিলন ও সাহিদা দম্পতি অনেক চিকিৎসা করিয়েছেন। ১১ বছর পর একসঙ্গে তাদের ৪টি সন্তান হওয়ায় খুশি সাহিদা-মিলন দম্পতি ও তাদের স্বজনরা।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২৫ মে, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।