ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামেক হোস্টেলের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ২৫, ২০১৯
রামেক হোস্টেলের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হোস্টেলের ছাদ থেকে পড়ে মাসুদ রানা (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ মে) দুপুরে নূর-নবী হোস্টেলে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ মহানগরের বুলনপুর এলাকার মৃত নজির শেখের ছেলে।


 
রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ বাংলানিউজকে জানান, দুপুরে মাসুদসহ কয়েকজন শ্রমিক রামেক নূর-নবী হোস্টেলে রংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত হোস্টেলের তিনতলার ছাদ থেকে পড়ে যান মাসুদ। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।