ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ২৫, ২০১৯
জয়পুরহাটে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ  জেলাবাসীর রেলপথ অবরোধ। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’র যাত্রা বিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জয়পুরহাট জেলাবাসী। 

শনিবার (২৫ মে) বেলা ১১টায় জয়পুরহাট রেল স্টেশনের প্লাটফর্মে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ।  

এ সময় চিলাহাটি থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া রুপসা আন্তঃনগর ট্রেন অবরোধ করলে রেল কর্তৃপক্ষের আশ্বাসে ২০ মিনিট দেরিতে সেটি ছেড়ে যায়।

 

পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা জানান, জয়পুরহাটের খুব কাছেই ঐতিহাসিক মহাস্থান গড়, পাহাড়পুরসহ বিভিন্ন পর্যটন স্পট থাকায় এই জেলা শহরটি গুরুত্বপূর্ণ। অবিলম্বে পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটির জয়পুরহাটে যাত্রা বিরতি কার্যকর করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ২৫ মে, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।