bangla news

বরিশালে হজযাত্রীদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৫ ৩:৩১:২১ পিএম
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: পবিত্র হজে গমনেচ্ছু সরকারি-বেসরকারি সম্মানিত হজযাত্রীদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ-২০১৯ শুরু হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে নগরের কাশিপুরের ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচলাক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক মো. আলম হোসেন, ফিল্ড অফিসার রেজা মো. মহসিনসহ হজে গমনেচ্ছু হজযাত্রীরা।

৪২৩ জন হজে গমনেচ্ছু বরিশাল ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন। যার মধ্যে শনিবার থেকে প্রথম ব্যাচে ২২৩ জন সরকারি-বেসরকারি হজযাত্রীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এমএস/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-05-25 15:31:21