bangla news

কমলাপুরে জনস্রোত, বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৫ ৯:৩৪:৩১ এএম
কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীরা। ছবি: ডিএইচ বাদল

কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীরা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের চতুর্থ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার (২৫ মে) সকাল ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ৯টি কাউন্টারে এ টিকিট বিক্রি শুরু হয়। শনিবার দেওয়া হচ্ছে ৩ জুনের অগ্রিম টিকিট।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তর-পশ্চিম জনপদ ও খুলনা অঞ্চলের টিকিট দেওয়া হচ্ছে। এ রেলওয়ে স্টেশন থেকে ১২টি ট্রেনের প্রায় ১৬ হাজারের কিছু বেশি টিকিট দেওয়া হবে। ২৬ হাজার ৭শ’ টিকিটের মধ্যে বাকিটা অনলাইনের জন্য বরাদ্দ রয়েছে। 

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জগামী পদ্মা এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এক্সপ্রেসে মোট আসন সংখ্যা ১১ হাজার ৬৯টি। 

টিকিট কিনতে আসা লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শনিবার কমলাপুর অন্য যেকোনো দিনের তুলনায় লোকজনে ঠাসা। 

শৃঙ্খলা রক্ষা করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। দীর্ঘ লাইন থাকায় লাইন ঠিক রাখতে আনসার সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে।  

** পুরনো রূপে কমলাপুর রেলস্টেশন, টিকিটপ্রত্যাশীদের স্রোত

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মে ২৫, ২০১৯
টিএম/আরবি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-05-25 09:34:31