ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্রিশালে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মে ২৫, ২০১৯
ত্রিশালে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসব কাজী নজরুল ইসলাম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসব শুরু হবে শনিবার (২৫ মে)।

কবির বাল্য স্মৃতিবিজড়িত দরিরামপুর নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে সোমবার (২৭ মে) পর্যন্ত।  

এ উৎসব উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।

ইতোমধ্যেই প্যান্ডেল তৈরি ও মঞ্চ প্রস্তুতির কাজ শেষ হয়েছে। বিকেল ৩টায় নজরুল মঞ্চে এ উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কাজী খালিদ বাবু।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমিন মাদানী ও সংসদ সদস্য অসীম কুমার উকিল।  

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবিপৌত্রী ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ নজরুল স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।  

পাশাপাশি একই মঞ্চে আগামী রোববার (২৬ মে) ও সোমবার (২৭ মে) নজরুলের জীবনী নিয়ে আলোচনা, গান, নৃত্য ও  নাট্যানুষ্ঠান হবে। নজরুল একাডেমি মাঠে বসবে তিন দিনব্যাপী নজরুল মেলা।

এছাড়া উপজেলার কাজির শিমলা দারোগা বাড়িতেও আলাদাভাবে অনুষ্ঠানের কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৯ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।