bangla news

দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছি: রাজ্জাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৪ ৯:১২:৩১ পিএম
ইফতার মাহফিলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি:বাংলানিউজ

ইফতার মাহফিলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি:বাংলানিউজ

টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। সারা পৃথিবীর কাছে আমাদের একটা মর্যাদাশীল জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আজ আমরা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছি।

শুক্রবার (২৪ মে) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মা, মেঘনা, যমুনার পাড়ে সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র সৃষ্টি করার জন্য সর্বোচ্চ ত্যাগের আহ্বান জানিয়েছিলেন। সর্বোচ্চ ত্যাগের আহ্বানে সারা দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তাই আমরা বলি লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম। 

মন্ত্রী বলেন, আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সারা মাস রোজা থেকে যুদ্ধ করেছি। ওই সময়টা হয়তো বা নভেম্বর মাস ছিলো। যুদ্ধকালীন আমি কমান্ডার ছিলাম। অনেক কষ্ট হওয়ার পরও রোজা ভাঙি নাই। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভার হাসান ছোট মনির, টাঙ্গাঈল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্চিত কুমার, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ জেলা, উপজেলার আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   টাঙ্গাইল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-24 21:12:31