ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে রোলেক্স বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, মে ২৫, ২০১৯
দিনাজপুরে রোলেক্স বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা খাদ্যে ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর শহরে খাদ্যে ভেজালবিরোধী অভিযান চালিয়ে রোলেক্স বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

শুক্রবার (২৪মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দিনাজপুর শহরের উত্তর গোসাইপুরে রোলেক্স বেকারির কারখানায় এ অভিযান চালানো হয়।  

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এসময় দিনাজপুর র‌্যাব ১৩ ক্যাম্পের কমান্ডার মেজর গালিব মোহাম্মদ নাতিকুর রহমান উপস্থিত ছিলেন। এসময় রোলেক্স বেকারির স্বত্ত্বাধিকারী আশরাফুল ইসলামকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।  

আনিসুর রহমান বাংলানিউজকে জানান, বেকারিটির কারখানায় বিভিন্ন খাদ্যদ্রব্য মেয়াদোত্তীর্ণ, অপরিষ্কার পদ্ধতিতে খাদ্য সামগ্রী তৈরি, মানবদেহে ক্ষতিকারক ক্যামিকেল খাদ্যে মেশানোসহ বিভিন্ন ভেজালের প্রমাণ পাওয়া যায়। তাই ২০১৩ সালের খাদ্য নিরাপত্তা আইনের ৩৩ ধারা মতে ৬ লাখ জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০২৫, মে ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।