bangla news

উত্তরায় পিস্তল-ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৪ ৬:১০:২২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকার একটি বাসা থেকে পিস্তল ও ইয়াবাসহ তিনজনকে আটক পুলিশ।

শুক্রবার (২৪ মে) দুপুরে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন- ইয়াসিন (৩২), ইব্রাহীম (৪২) ও মুসা (৩২)।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান বাংলানিউজকে জানান, উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসায় অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসাটিতে অভিযান চালানো হয়। অভিযানে দুইটি খেলনা পিস্তল, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি ওয়াকিটকিসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক তিনজন অনেক দিন ধরেই বিভিন্ন পেশাজীবীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। এজন্য তারা সব সময় অস্ত্র বহন করতেন। তারা রাজধানীর বিভিন্নস্থানে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মিজান।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
পিএম/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-24 18:10:22