ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে নিষিদ্ধ ৫২ পণ্য বন্ধে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ঝালকাঠিতে নিষিদ্ধ ৫২ পণ্য বন্ধে অভিযান

ঝালকাঠি: হাইকোর্ট থেকে নিষিদ্ধ ৫২ পণ্য বিক্রি বন্ধে ঝালকাঠি পৌর শহরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।  

জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক, সমাপ্তি রায়, মাসুমা আক্তার, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন।

অভিযানে শহরের বাজারসহ বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়, তবে আগাম প্রচারণা এবং ব্যবসায়ীরা বিক্রি বন্ধ করে দেওয়ায় কারো কাছে নিষিদ্ধ ৫২ পণ্য পাওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন।

হাইকোর্ট থেকে নিষিদ্ধ ৫২ পণ্যের মধ্যে ঝালকাঠির পাঁচটি লবণ ও একটি সেমাই রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।