ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে নকল সরবরাহ করায় এএসআই'র কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ২৪, ২০১৯
পটুয়াখালীতে নকল সরবরাহ করায় এএসআই'র কারাদণ্ড 

পটুয়াখালী: পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহ করায় পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৪ মে) দুপুরে রশিদ কিশালয় বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা এ রায় দেন। মাহাবুব সদর সার্কেল অফিসে কর্মরত।

জানা যায়, সারাদেশের মতো পটুয়াখালীর কয়েকটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্য মাহাবুবের অন্য কেন্দ্রে দায়িত্ব থাকলেও, বার বার এই কেন্দ্র প্রবেশ করছেন। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাকে নিষেধ করলেও সে বাধা না মেনে আবার ওই কেন্দ্রে প্রবেশ করায় সন্দেহ হলে তার দিকে এগিয়ে গেলে সে সঙ্গে থাকা কারেকশন কপি নিচে ফেলে দেয়। তখনই তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান,  প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পরীক্ষায় যাকে অপরাধী হিসেবে পাওয়া গেছে, তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। আজ পুলিশের এক সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, সব পাবলিক নিয়োগে জেলা প্রশাসন ও পুলিশসহ সব ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা সুষ্ঠু পরীক্ষা গ্রহণে সক্ষম হয়েছি। আগামী ৩০ তারিখ পরীক্ষা আছে ওই দিনও আমরা একইভাবে নিয়ন্ত্রণ করবো। তবে সব ধরনের অনিয়ম ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।