ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শ্রমিক নিহত সড়ক দুর্ঘটনা। ছবি: প্রতীকী

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিদুর প্রামাণিক (৩৭) নামে এক ফিড মিল শ্রমিক নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ মে)  সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের  ঢুলটি  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদুর ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ভাদুর বটতলা এলাকার ভোলা প্রামাণিকের ছেলে।

 

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম বাংলানিউজকে জানান, দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদী ফিড মিল এলাকা থেকে কাজ শেষ করে বাইসাইকেল চড়ে নিজের বাড়ি যাচ্ছিলেন হামিদুর। পথে ঢুলটি এলাকায় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হামিদুরের মৃত্যু হয়।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।  তবে তার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি (অপমৃত্যু) মামলা নথিভুক্ত হয়েছে।   
     
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।