ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮ নম্বর ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সিজিল মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকালে ইউনিয়নের গুজাখাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিজিল ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, সকালে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান কৃষক সিজিল মিয়া। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী বংলানিউজকে বলেন, বজ্রপাতে নিহত কৃষকের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাকে সরকারি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।