ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রম আইনে স্বীকৃত অধিকার বাস্তবায়ন করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৯
শ্রম আইনে স্বীকৃত অধিকার বাস্তবায়ন করার দাবি

ঢাকা: প্রাইভেট কার-মাইক্রোবাসসহ সব হালকা যানবাহন চালকদের জন্য শ্রম আইনে স্বীকৃত অধিকার বাস্তবায়নের দাবি জানিয়েছেন ঢাকা জেলা ট্যাক্সি, কার, অটোটেম্পু ও অটো রিকশা চালক শ্রমিক ইউনিয়ন।

এছাড়া ২০ রমজানের মধ্যে মে মাসের বেতন এবং বেসিকের সমান ঈদ বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে ওই শ্রমিক ইউনিয়নটি।

শুক্রবার (২৪ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

 

ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বীরেশ চন্দ্র দাশ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা বলেন, পণ্য ও যাত্রী পরিবহন সেবার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হালকা যানবাহন চালকরা। অথচ তারা শ্রম আইনে স্বীকৃত অধিকার থেকে বরাবরই বঞ্চিত। তাই অবিলম্বে শ্রম আইনে স্বীকৃত অধিকার বাস্তবায়ন ও ২০ রমজানের আগেই বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।