ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি

ঢাকা: কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ ৮ দফা দাবি জানিয়েছে 'আমরা কৃষকের সন্তান' নামের একটি সংগঠন। শুক্রবার (২৪ মে) সকাল সোয়া ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

আমরা কৃষকের সন্তানের সমন্বয়কারী উৎপল বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা বনানী বিশ্বাস, মিন্টু কুমার মন্ডল ও জয়া বিশ্বাস প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়, দালাল ও মজুদদারদের সিন্ডিকেট ভেঙে দেওয়া, নভেম্বর মাসে সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া, কৃষি বিমা চালু, জাতীয় কৃষিনীতি প্রণয়ন, অপরিকল্পিত চাল আমদানী ও রফতানি বন্ধ করা, কৃষি বিপণন অধিদফতরকে ঢেলে সাজানো ও কৃষিতে ভর্তুকির বিষয়ে সময়উপযোগী ব্যবস্থা নেওয়া জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

 

পরে জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত র্যালী করেন সংগঠনটির নেতাকর্মীরা।          

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মে ২৪,  ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।