ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ষোড়শ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ৩০ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ষোড়শ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ৩০ আগস্ট

ঢাকা: দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যায়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৯ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ আগস্ট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায় এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে ২৮ মে বিকাল ৩টা থেকে থেকে ১৯ জুন সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে।

প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায় এবং ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ পরীক্ষা গ্রহণ করে মেধা ও বিষয় ভিত্তিক নিয়োগ দেয়। সর্বশেষ পঞ্চদশ পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়েছে ১৯ মে।

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এমআইএইচ/এইচএমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad