ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লোকসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে মোদীকে জাসদের অভিনন্দন

স্টাফ রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মে ২৪, ২০১৯
লোকসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে মোদীকে জাসদের অভিনন্দন

ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরণকৃত একটি বার্তায় জাসদ সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় বলা হয়, ভারতীয় লোকসভা নির্বাচনে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে তার দল বিজেপির ঐতিহাসিক নিরঙ্কুশ বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন জাসদ সভাপতি এবং সাধারণ সম্পাদক।

বার্তায় আরও বলা হয়, জাসদের নেতৃদ্বয় আশা করেন, নরেন্দ্র মোদী ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাবেন এবং  দক্ষিণ এশিয়ায় শান্তি ও সহযোগিতা-অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই ঐতিহাসিক বিজয়ে বিজেপি সভাপতি শ্রী অমিত শাহসহ বিজেপি ও বিজেপি জোটের শরিক দলগুলোকেও অভিনন্দন জানিয়েছেন তারা।

বাংলাদেশের সময়: ০২১৯ ঘন্টা, মে ২৪, ২০১৯
আরকেআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।