ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনার স্টার জুট মিলে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, মে ২৪, ২০১৯
খুলনার স্টার জুট মিলে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে ...

খুলনার দিঘলিয়া উপজেলার রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস এর সাতটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (মে ২৩) রাত সোয়া দশটার দিকে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামে অবস্থিত স্টার জুট মিলে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর, খালিশপুর ও রিভার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে এগারোটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মিলের প্রকল্প প্রধান শাওন মাহমুদ জানান, আগুন লাগার সময় মিলের উৎপাদন বন্ধ ছিল। ফলে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের উচ্ছিষ্ট অংশে প্রথমে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।