ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধানের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সরকার উদ্বিগ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ধানের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সরকার উদ্বিগ্ন

টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ধানের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য সরকার উদ্বিগ্ন।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থে উদ্বৃত্ব খাদ্যশস্য বিদেশে রফতানির পরিকল্পনা নেওয়া হয়েছে।

আমরা কোনদিন রফতানিতে ছিলাম না, আন্তর্জাতিক বাজারে প্রবেশ কঠিন ব্যাপার। সেজন্য রফতানিকারকদের প্রণোদনা দেওয়ার জন্য সরকার চিন্তা করছে।

মন্ত্রী আরও বলেন, প্রতিবছরই ৯/১০ হাজার কোটি টাকা কৃষি প্রণোদনা হিসেবে রাখা হয়। এর পুরোটা ব্যবহার হয়না। ৩/৪ হাজার কোটি টাকা প্রতিবছর থেকে যায়। গত দুই তিন বছর এটা হয়েছে। ধান কাটা শ্রমিকের অভাব দূর করার জন্য এই টাকা ধান কাটার যন্ত্রসহ কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন।  

জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি একাব্বর হোসেন, টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি তানভীর হাসান, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ