ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হুতির মিসাইল নিক্ষেপে বাংলাদেশের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, মে ২৪, ২০১৯
হুতির মিসাইল নিক্ষেপে বাংলাদেশের নিন্দা ব্যালেস্টিক মিসাইল

ঢাকা: মক্কা শহরের দিকে হুতি বিদ্রোহীদের ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ নিন্দা জানিয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে উল্লেখ করা হয়, মক্কার দিকে হুতি বিদ্রোহীদের মিসাইল নিক্ষেপে সমগ্র মুসলিমদের হৃদয়ে আঘাত করেছে।

বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে।  

বাংলাদেশ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এছাড়া এ ঘটনার ফলে এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিকূল প্রভাব ফেলবে বলে মনে করে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।