ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভোমরা সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ভোমরা সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেড় ঘণ্টার এ বৈঠকে সীমান্ত হত্যা, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচারসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


 
বৈঠকে সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকারের নেতৃত্বে ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আব্দুল হান্নান খান, ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবুর রহমানসহ বিজিবির ১১ সদস্য বি‌শিষ্ট প্র‌তি‌নি‌ধি দ‌ল অংশ নেন।

অন্যদিকে, বিএসএফ’র ১৫৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী সুরেন্দ্র সিংয়ের নেতৃত্বে বিএসএফ-৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট হারজিনদার কুমারসহ বিএসএফ’র ১০ সদস্যের প্র‌তি‌নি‌ধি দল বৈঠকে অংশ নেন।
 
বৈঠকের উদ্ধৃতি দিয়ে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, পতাকা বৈঠকে সীমান্তে হত্যা/আহত, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচারসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ‌বিষয় নিয়ে আলোচনা হয়।  

সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।