ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে ভেজালবিরোধী অভিযানে ৭ লাখ টাকা জরিমানা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, মে ২৪, ২০১৯
রংপুরে ভেজালবিরোধী অভিযানে ৭ লাখ টাকা জরিমানা ভেজাল মিশ্রিত খাদ্য এভাবে ধ্বংস করা হয়

রংপুর: রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। 

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে নগরীর জলকর এলাকায়  র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান এ ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন।  

ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরীর হনুমানতলা জলকর এলাকার ফুলকলি লাচ্ছা ব্রেড অ্যান্ড কনফেকশনারীকে ৩ লাখ টাকা, এভরিডে ফুড প্রডাক্টকে ১ লাখ ও সোনালী বেকারিকে ৩ লাখ টাকার জরিমানা করা হয়।

এসময় বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত খাদ্য ধ্বংস করা হয়।

রংপুর বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর মাহাবুব রহমানসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এছাডাও হনুমানতলা এলাকায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন ধ্বংস করে র‌্যাব- ১৩ (রংপুর) এর ভ্রাম্যমাণ আদালত।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ