ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝড়ে ভেঙে গেছে ১৪ মাথা খেঁজুর গাছটিও, আমের ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ঝড়ে ভেঙে গেছে ১৪ মাথা খেঁজুর গাছটিও, আমের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ: ঝড়ে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার (২২মে) সন্ধ্যায় হওয়া প্রায় ১০ মিনিটের ঝড়ে বাড়িঘর ও গাছপালা ভেঙে জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মে) কানসাট এলাকার আম বাগান মালিক শহিদুল হক হায়দারী বাংলানিউজকে বলেন, বুধবার সন্ধ্যার পরে হঠাৎ করে ঝড় শুরু হয়। এতে বাগানের বেশ কিছু কাঁচা আম ঝরে পড়েছে।

এর পাঁচদিন আগে একই ধরনের ঝড়ে আম বাগানের অধিকাংশ আমই ঝরে যায়।

শাহবাজপুর ইউনিয়নের আমচাষি মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ঝড়ে বাতাসে তীব্রতার কারণে বাড়ির টিনের চালা উড়ে গেছে। এছাড়া উঁচু আমগাছের ওপরের ডালে থাকা আম সম্পূর্ণ রূপে ঝরে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা বাংলানিউজকে বলেন, ঝড়ে ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে।

এদিকে, ঝড়ের তীব্রতায় জেলার শিবগঞ্জের সেই ১৪ মাথা খেঁজুর গাছটি ভেঙে গেছে। গাছটি চাঁপাইনবাবগঞ্জ তথা শিবগঞ্জ উপজেলার অধিকাংশ মানুষ একনামে চিনে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন এলাকা থেকে গাছটি দেখতে ভিড় করেন অনেকে।  

কানসাট এলাকার আমচাষি শহিদুল হক হায়দারি বাংলানিউজকে জানান, ১৪ মাথা খেঁজুর গাছটি ভেঙে যাওয়ায় অত্র এলাকার আমচাষিদের স্বপ্নও ভেঙে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।