ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৬

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৯
রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৬

রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ৬ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে মহাসড়কের মাদারপুর নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সালমা পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৫-০৪৯৪) একটি বাসের সঙ্গে রংপুরগামী ট্রাকের (চুয়াডাঙ্গা-ট-১১-০৬৮৬) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যান। আহত হয়েছেন বাসের ৬ যাত্রী।

তিনি আরও জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত ট্রাক চালকের পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ২৩, ২০১৯
ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।