ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে বুশেফমুবিপ্রবি ভিসির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ২৩, ২০১৯
শিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে বুশেফমুবিপ্রবি ভিসির শোক

ঢাকা: প্রখ্যাত সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ মে) এক বার্তায় শোক এ শোক জানান তিনি।   

শোক বার্তায় প্রফেসর ড. সামসুদ্দিন বলেন, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে এক শূন্যতা তৈরি হয়েছে, যা অপূরণীয়।

 

‘তার মৃত্যুতে জাতি একজন বরেণ্য নজরুল সংগীতশিল্পী, গবেষক ও স্বরলিপিকারকে হারালো। এই গুণী শিল্পীর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে। ’ 

প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনাও করেন বশেফমুবিপ্রবি উপাচার্য।

এর আগে বুধবার (২২ মে) রাতে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন খালিদ হোসেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।