ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে দুর্গাসাগরে প্রবেশ, চারজনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ২৩, ২০১৯
বিনা টিকিটে দুর্গাসাগরে প্রবেশ, চারজনের জরিমানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ছবি: বাংলানিউজ

বরিশাল: সংরক্ষিত এলাকা বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগরে বিনা টিকিটে প্রবেশ করার অপরাধে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দুর্গাসাগর দীঘি এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় বিনা টিকিটে সংরক্ষিত এলাকায় প্রবেশের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক চারজনকে ২’শ টাকা করে জরিমানা করা হয়।

দর্শনীয় স্থান দুর্গাসাগর দীঘির সৌন্দর্য ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।