ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে ধানের ন্যায্যমূল্য দাবিতে কৃষক সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ২৩, ২০১৯
পটুয়াখালীতে ধানের ন্যায্যমূল্য দাবিতে কৃষক সমাবেশ ধানের ন্যায্যমূল্যসহ বিভিন্ন দাবিতে মিছিল-সমাবেশ। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: ইউনিয়ন ভিত্তিক ক্রয়কেন্দ্র স্থাপন, সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনাসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীতে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

জেলা কৃষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২৩ মে) সকালে কলেজ রোডের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় সেখানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ দুয়ারী, সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা।  

কৃষক সমিতির দাবির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির সভাপতি শাহবুদ্দিন আহমেদ, সিপিবির সাধারণ সম্পাদক সমীর কর্মকার, খলিলুর রহমান, সুভাষ চন্দ্র নাগ, আকন্দ শাহবুদ্দীন, কাজী মনিরুজ্জামান কাউম।

বক্তারা বলেন, ইউনিয়ন ভিত্তিক ক্রয়কেন্দ্র স্থাপন, ১০৪০ টাকা মণে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনাসহ মুনাফালোভী রাইস মিল মালিক ও ধান-চাল সিন্ডিকেট প্রতিরোধে সরকারের পদক্ষেপ নিতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

এছাড়া জেলা কৃষক সমিতির পক্ষ থেকে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।