bangla news

কৃষকের লাভসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৩ ৩:২২:২২ পিএম
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি। 

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় বরিশাল নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি দেওয়ান মাসুদ।

এসময় কৃষকের লাভ নিশ্চিত করা, তৃণমূল পর্যায়ে প্রত্যেক ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনাসহ সারাদেশে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক ডা. মনিষা চক্রবর্তী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির নেতা অধ্যক্ষ দুলাল মজুমদার, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর শ্রমিক ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, এইচএম লিমন, হাসিবুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্রফ্রন্ট বরিশাল জেলা কমিটির সভাপতি শন্তু মিত্র, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর, লামিয়া সাইমন প্রমুখ।

বক্তরা বলেন, সরকার মুখে সবসময় বলছে, এ দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে। সরকার কী করে সোনার বাংলা গড়বে?  রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতিবাজ লুন্ঠনকারীদের রক্ষা করে, নাকি এদেশের ক্ষেতমজুর কৃষক শ্রমিকদের জীবন বাঁচিয়ে? দেশবাসী আজ সে কথা জানতে চায়।

বক্তারা অবিলম্বে কৃষিক্ষেত্রে ভর্তুকি দিয়ে সরাসরি গ্রামের তৃণমূল পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান কিনতে সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে, নগরীর ফকিরবাড়ির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এমএস/একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-23 15:22:22