ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিএ’র ভিজিলেন্স-মনিটরিং টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মে ২৩, ২০১৯
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিএ’র ভিজিলেন্স-মনিটরিং টিম

ঢাকা: আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিনটি ভিজিলেন্স টিম গঠন করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বৃহস্পতিবার (২৩ মে) বিআরটিএ কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে, অতিরিক্ত ভাড়া আদায় ও বাসের ছাদে যাত্রী বহন না করা এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করতে কাজ করবে এ ভিজিলেন্স টিম।

রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে কাজ করবে এ টিম। পুলিশ, বিআরটিএ, সিটি করপোরেশন, মালিক সমিতি ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।  

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলমকে আহ্বায়ক করে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৩০ মে) থেকে চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে এ ভিজিলেন্স ও মনিটরিং টিম।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।