ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলিং ফ্যান পড়ে ঢাবি শিক্ষক আহত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ২৩, ২০১৯
সিলিং ফ্যান পড়ে ঢাবি শিক্ষক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়: সিলিং ফ্যান ভেঙে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মাহমুদ হাসান আহত হয়েছেন। 

বুধবার (২২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবুল খায়ের ভবনের দশম তলায় এ ঘটনা ঘটে।  

দুর্ঘটনার পর আহত শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়।

 

আহত শিক্ষক অধ্যাপক মাহমুদ হাসান বাংলানিউজকে বলেন, ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ভবন তৈরি করা হয়। কিন্তু ভালো মানের ফ্যান লাগানো হয়নি। কার্জন হলের ফ্যান প্রায় শতবর্ষী হলেও এখনো এগুলো পরিবর্তন করা হয়নি।  

এই ভবনের বিদ্যুৎ বিভাগ দেখাশোনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. লুৎফর রহমান।  

এ ব্যাপারে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, ফ্যানটি উনি আগে থেকে খেয়াল করেননি। ওই ভবনে প্রায় আটশ’ ফ্যান লাগানো হয়েছে। অন্যগুলো ডিস্টার্ব করেনি। তারপরেও আমি অফিসিয়ালি সব ফ্যান চেক করানোর জন্য নোটিশ দিব।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসকেবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।