ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ মিললো সেপটিক ট্যাংকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ২৩, ২০১৯
নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ মিললো সেপটিক ট্যাংকে

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কামাড়জুড়ি এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে ইসমাইল হোসেন জিসান (২৪) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। 

বৃহস্পতিবার (২৩ মে) সকালে মরদেহ‌টি উদ্ধার করা হয়। গত ১২ মে থেকে নিখোঁজ ছিল জিসান।

 

জিসান গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকার কাথুরা এলাকার সাব্বির হোসেনের ছেলে। তিনি ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের সিভিলের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ১২ মে গাজীপুরের কাথুরা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন জিসান। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে ১৬ মে তার বাবা সাব্বির হোসেন ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শেরেবাংলা নগর থানার পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের কামাড়জুড়ি এলাকার মুদি ব্যবসায়ী হাসিবুল ইসলামকে আটক করে। পরে তার দেয়া অনুযায়ী, কামাড়জুড়ি এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে।  

এছাড়া ওই শিক্ষার্থীর মোটরসাইকেল ও মোবাইল ফোন হাসিবুলের দোকান থেকে উদ্ধার করা হয়েছে।  

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ২৩, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad