ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁয়ে কাভার্ড ভ্যানচাপায় শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৯
খিলগাঁয়ে কাভার্ড ভ্যানচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানাধীন  বনশ্রী এলাকায় কাভার্ড ভ্যানচাপায় মেহেদী হাসান (২৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘাতক কাভার্ড ভ্যান জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতের চাচাতো ভাই আবির হোসাইন জানান, মেহেদী ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন।

এখনো রেজাল্ট বের হয়নি। তার বাড়ি পিরোজপুর জেলায় হলেও বর্তমানে তিনি বাড্ডা এলাকায় থাকতেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, মেহেদী ঢাকা কলেজে পড়াশোনা করতেন। পাশাপাশি অ্যাপস ভিত্তিক পাঠাও মোটরসাইকেল চালাতেন। সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বনশ্রী এলাকার আলরাজি হাসপাতালের সামনে পৌঁছালে একটি মিনি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad