ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন মনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, মে ২৩, ২০১৯
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন মনির ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন মনির। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে মনিরুজ্জামান মনির (৩৬) নামে এক যুবক দেশে ফিরেছেন।

বুধবার (২২ মে) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মনির পাবনার সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম রাশেদ বাংলানিউজকে জানান,  ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০১৭ সালের দিকে বিএসএফের কাছে আটক হন মনির। এ অপরাধে ভারতীয়  আদালত তাকে এক বছর এক মাস করাদণ্ড দেন। কারাভোগ শেষ হলে মনিরকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজির নারী বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর করেন।  

পরে নিয়মানুযায়ী মনিরকে তার পরিবারের কাছে হস্তান্তর করে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ বলেও জানান এসআই রাশেদ।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মে ২২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।