ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভূঞাপুরে দুই জনের ২ বছর করে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, মে ২৩, ২০১৯
ভূঞাপুরে দুই জনের ২ বছর করে কারাদণ্ড

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে আব্দুস সাত্তার খান (৩৬) নামে এক মাদকসেবী ও ফারুক (২৫) নামে এক চোরকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মে) ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এ দণ্ডাদেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘাটান্দি গ্রামের আব্দুল জলিল খানের ছেলে আব্দুস সাত্তার খান মাদক সেবন করে বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এজন্য তার বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হলে আদালত দুই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।  

অপরদিকে মঙ্গলবার (২১ মে) দিনগত রাতে উপজেলা পরিষদের বারান্দায় ঘুমিয়ে থাকা এক কৃষি শ্রমিকদের টাকা-পয়সা ও মোবাইল ফোন চুরির সময় ফারুক নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ফারুক ফসলান্দি গ্রামের হোসেন আলীর ছেলে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ২২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ