ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, মে ২৩, ২০১৯
রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় লামিয়াকে বাঁচাতে গিয়ে নুশফি আক্তার (৮) নামে আরেক শিশু পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ছে।

নিহত লামিয়া ওই গ্রামের অজি উল্যা মাস্টার বাড়ির আব্বাস উদ্দিনের মেয়ে ও অসুস্থ নুশফি একই বাড়ির আলমগীর হোসেনের মেয়ে।

অসুস্থ নুশফির মামা কাউছার হোসেন বলেন, লামিয়া ও নুশফি পুকুরে গোসল করার সময় লামিয়া পানিতে ডুবে যায়। নুশফি তাকে বাঁচানোর চেষ্টা করলে নাকে-মুখে পানি ঢুকে অসুস্থ হয়ে পড়ে। এসময় নুশফির চিৎকার শুনে বাড়ির লোকজন এসে দুইজনকে উদ্ধার করে। পরে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন। নুশফিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।